ধুন্ধুমার চাঁদনি চকে, বিজেপি যুব মোর্চাদের লক্ষ্য করে পুলিসের জলকামান, লাঠিচার্জ
বিজেপির পুরসভা অভিযানে পুলিসের জলকামানের পাশাপাশি ব্যাপক লাঠিচার্জ চলে। ঘটনায় অসুস্থ হয়ে পড়ে বিজেপির যুব সভাপতি দেবজিৎ সরকার। ইতিমধ্যেই তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: অঞ্জন রায়
বুধবার ডেঙ্গি ইস্যুকে হাতিয়ার করে পুরসভা অভিযানের ডাক দেয় রাজ্য বিজেপি নেতৃত্বরা। কথা ছিল এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউতে এয়ার ইন্ডিয়ার অফিস থেকে পুরসভার দিকে রওনা দেবেন তাঁরা। ছবি: অঞ্জন রায়
এদিন বিজেপির মিছিল আটকাতে চাঁদনির ই-মলের কাছে ব্যারিকেট করে দাঁড়িয়েছিল পুলিস। বিজেপির কর্মীরা সেই ব্যারিকেট ভেঙে ঢোকার চেষ্টা চালালে ধুন্ধুমার বাঁধে। শুরু হয় পুলিসের লাঠিচার্জ। জলকামানের মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায় দলের কর্মীরা। ছবি: অঞ্জন রায়
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত গোটা এলাকা ঘিরে ফেলে পুলিসের বিশাল বাহিনী। অভিযোগ, ঘটনায় আহত হয়েছে বিজেপির প্রায় ১০ জন কর্মী। ইতিমধ্যেই বিজেপি অফিসে ক্যাম্প করে ওষুধ দেওয়া হচ্ছে আহতদের। ছবি: অঞ্জন রায়
সামনেই পুরভোট, ডেঙ্গি ইস্যুতে শান দিয়ে প্রচারের ঢাকে কাঠি দিতেই বুধবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। ১০ দফা দাবিতে এদিন কেএমসির দিকে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে চাঁদনি পৌঁছতেই মিছিল আটকে দেয় পুলিস। প্রায় ৩৫ জনকে আটক করা হয়েছে। ছবি: অঞ্জন রায়