করোনার আতঙ্কের মাঝেই জেলায় জেলায় অজানা ছাই বৃষ্টি
গঙ্গার এপার ওপারে ছাই বৃষ্টি ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মাঝদুপুরে বিক্ষিপ্ত এই ছাই বৃষ্টি ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে সকলের মধ্যেই। এতো ছাই এলো কোথা থেকে ভাবাচ্ছে এলাকাবাসীকে।
বাড়ির ছাদে এই ছাই ঘিরে কৌতূহল তুঙ্গে উঠেছে। স্যোশাল মিডিয়াতেও ছড়িয়ে গিয়েছে এই ছবি। দুপুরে নিশ্চিন্দার উলুঘাসের জঙ্গলে আগুন লাগে। সেই আগুন নেভানোর ছাই বলেন অনুমান করা হচ্ছে।
মনে করা হচ্ছে সেই ছাই উড়েই পড়েছে বিস্তীর্ণ এলাকায়। যদিও এখনও আসল কারণ এখনও জানা যায়নি। সাধারণত বড় কোনও জঙ্গল বা চাষের জমিতে আগুন লাগলেই এমনটা হওয়ার কথা।
তবে ছাই রহস্য ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত কোন্নগর বালি, বরানগর, বেলুড়, বেলঘরিয়া, নাগেরবাজার, দমদম বারাসত প্রভৃতি জায়হায় দেখা গিয়েছে এই ছাই বৃষ্টি।
সূত্রে খবর, বরানগর এলাকায় এই ছাই-এর নমুনা সংগ্রহ করে পুলিসের কাছে পাঠানো হয়েছে। পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।