নাপোলিতে সামার ইউনিভার্সিটি গেমসে সোনা জিতলেন ভারতের দ্যুতি চাঁদ
দেশের নাম উজ্জ্বল করলেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ। নাপোলিতে অনুষ্ঠিত সামার ইউনিভার্সিটি গেমসে ১০০ মিটারে সোনা জিতেলেন তিনি।
২৩ বছর বয়সী দ্যুতি ১১.৩২ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেন।
সামার ইউনিভার্সিটি গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিলেন দ্যুতি। এর আগে কোনও ভারতীয় অ্যাথলিট প্রতিযোগিতার ফাইনালে ওঠেননি। প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে ইতিহাস গড়লেন তিনি।
ওড়িশায় নিজের ইউনিভার্সিটি KIIT-কে পদকটি উত্সর্গ করেন।