Arambag Flood: বাড়ছে দ্বারকেশ্বরের জল, আরামবাগ ভুগছে জল-আতঙ্কে
টানা তিনদিন ধরে বৃষ্টি। তার সাথে বাঁকুড়া থেকে দ্বারকেশ্বর নদের জল এসে ভাসছে আরামবাগ। জারি হয়েছে সতর্কতা। আরামবাগ পুরসভার তরফে দ্বারকেশ্বরের পার ঘেঁষে মাইকিং চলছে। অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।
টানা বৃষ্টিতে এবং বিভিন্ন নিকাশি খাল উপচে আরামবাগ মহকুমার ৬টি ব্লকের মাঠঘাট জলমগ্ন হয়েছে। অসাবধানে জলে পড়ে ভেসে যাচ্ছে অনেকে।
দ্বারকেশ্বর নদের ৪০ হাজার কিউসেক জল আসতে থাকায় আরামবাগ এলাকার বেশ কিছু বাড়ি জলমগ্ন। প্রায় ৩ ফুট উচ্চতায় জল বইছে।
জলের স্রোতে বিভিন্ন আনাজের গাছ এবং ফসল ভেসে গিয়েছে। মাথায় হাত পড়েছে চাষিদের।
রাস্তায় জল উঠে যাওয়ায় বাস চলাচল বন্ধ। বৃষ্টিতে গোঘাট এবং আরামবাগে তিনটি মাটির বাড়ি ভেঙেছে। যদিও সেগুলিতে কেউ বসবাস না করায় কারও ক্ষতি হয়নি বলে মহকুমা প্রশাসন জানিয়েছে। সব মিলিয়ে জল-আতঙ্কে ভুগছে আরামবাগের একাধিক জায়গা।