ব্রিগেডে লোক টানতে `মোদীর চা চর্চা` ও বিবেকানন্দের শরণে DYFI
মৌমিতা চক্রবর্তী: ২০১৪ সালের আগে নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে খোঁচা দিয়েছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। সেই খোঁচার পর চা-ই হয়ে ওঠে মোদীর হাতিয়ার। গৃহস্থের চায়ের কাপে তুফান তোলেন মোদী। 'চায়ে পে চর্চা' নামে প্রচার কর্মসূচিও নেন প্রধানমন্ত্রী।
ব্রিগেড সফরের আগে মোদীর 'চায়ে পে চর্চা' ধার করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। বারাত ১ লোকাল কমিটির উদ্যোগে জমে উঠল 'চায়ে পে বার্তা'।
৩ ফেব্রুয়ারি ব্রিগেড কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম। পিপলস ব্রিগেড নামে চলে চলছে প্রচার। আর সেই প্রচারেই লোক টানতে 'চা'কে বেছে নিল ডিওয়াইএফআই।
ডিওয়াইএফআই-এর দাবি, এর সঙ্গে নরেন্দ্র মোদীর চায়ে পে চর্চার কোনও যোগ নেই। এটা স্বকীয় কর্মসূচি। কিন্তু নামের মিলটা তো চোখ এড়ানো যাচ্ছে না!
আরও একটা চোখে পড়ার মতো বিষয়, সিপিএমের 'ব্রিগেড চলো'য় ঠাঁই পেয়েছেন স্বামী বিবেকানন্দ। লেখা বিবেকানন্দের বাণী, ''নিজের উপর বিশ্বাস রাখ। গোটা বিশ্ব তোমার পায়ে পড়বে''।