ফের ভয়াবহ ভূমিকম্প, মৃত বহু, ফিরল আতঙ্ক! কেঁপে উঠল দিল্লিও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্থান ও পাকিস্তান। ভূমিকম্পে মৃত কমপক্ষে ১৩। আহত শতাধিক।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা রেকর্ড হয়েছে ৬.৫। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তের কাছাকাছি আফগান শহর জুরমের ৪০ কিমি দক্ষিণ-পূর্বে।
প্রায় ১০০০ কিলোমিটার এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান সর্বত্র কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয় ভারতেও। রাজধানী দিল্লিতে ভূমিকম্পের প্রভাব পড়ে সবচেয়ে বেশি।
উত্তর-পশ্চিম পাকিস্তানে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন। আহত ৪৪। রাতারাতি উত্তরের পাখতুনখাওয়া প্রদেশের হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়।
অন্যদিকে, আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ জন। আহত প্রায় ৫০। উল্লেখ্য, গতবছর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান কমপক্ষে ১০০০ জন।