Earthquake in Darjeeling: কেঁপে উঠল দার্জিলিং-কার্শিয়ং! পায়ের তলার পাহাড় কেঁপে উঠতেই আতঙ্কে পর্যটকেরা...
সিকিমের তাদং ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় গ্যাংটক-সহ সিকিমের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সিকিম উৎসস্থল হওয়ায় মৃদু কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের পাহাড়ের কিছু কিছু অংশেও।
ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিমি। ভূমিকম্পের তীব্রতা কম থাকায় কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
গত অগস্টেও উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের তাদং থেকে ২৯ কিলোমিটার দূরে। সেবার গভীরতা ছিল ১০ কিলোমিটার। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫!
ভূমিকম্পের উৎসস্থল সিকিম হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে। শিলিগুড়ি ছাড়াও ভূ-কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায়।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটক শাখার আধিকারিক জানান, গত কয়েক মাস ধরে মাঝেমধ্যেই এ-অঞ্চলে ভূমিকম্প হচ্ছে।
সিকিম এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতীয় সিসমিক জোনিং মানচিত্রে সিকিম অতি স্পর্শকাতর (জোন IV) হিসেবে চিহ্নিত। আর সিকিমে ভূমিকম্প হলে তার প্রভাব তো এসে পড়বেই উত্তরবঙ্গের পাহাড়ে।