বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন জয়নগরের মোয়া, রইল রেসিপি

Mon, 18 Jan 2021-3:36 pm,

নিজস্ব প্রতিবেদন: কামব্যক ইনিংস খেলছে শীত। কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। বলা যায় শহরবাসীকেও কাবু করেছে। কিন্তু শীত যে একা আসে না। সঙ্গে নিয়ে এসেছে  সোয়েটার-চাদর, কেক-পেস্ট্রি থেকে খেজুর গুড়- পিঠে- জয়নগরের মোয়া।

পিঠে বাড়িতে বানানোর রেওয়াজ বাড়িতে থাকলেও মোয়া সাধারণত কিনেই খাওয়া হয়। কিন্তু  কীভাবে তৈরি হয় জিভে জল আনা জয়নগরের মোয়া জানেন? দেখে নিন পদ্ধতি...

বাংলায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মোয়া না খেলে যেন শীত সম্পূর্ণ হয় না। এই মোয়া স্বাদে-গন্ধে বিখ্যাত। 

 

হাতের মোয়া জয়নগরের শিল্প। যুগ যুগ ধরে চলে আসা ইতিহাস আজও তরতাজা স্বাদে। 

মনে রাখবেন, জয়নগরের  বহড়ু গ্রামে যে মোয়া তৈরি হয়, সেই মোয়াই জগৎ বিখ্যাত। বর্তমানে শুধু সেখানে নয়, বাংলার বিভিন্ন জায়গায় জয়নগরের মোয়া পাওয়া যায়। 

 

নলেন গুড় ফুঁটিয়ে নিন। ঠান্ডা করুন। তবে উষ্ণ যেন থাকে। এরপর সেই গুড় মিশিয়ে দিন কনকচূড় ধানের খইয়ে। এর সঙ্গে ঘি, খোয়া ক্ষীর, কাজু, কিসমিস আর পেস্তা মিশিয়ে নিন।

এরপর হাতে করে পাকিয়ে গোল গোল করে নিন। গরম  থাকতে থাকতেই পাকিয়ে নিন। 

ভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পাওয়া জয়নগরের মোয়া বানিয়ে ফেলুন াপনার রান্নাঘরে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link