আই লিগ রানার্সদের বিমানবন্দরে স্বাগত জানাল `বদলে যাওয়া` সমর্থকরা!
কোঝিকোড়ে স্বপ্নভঙ্গ! শনিবার আই লিগের শেষ ম্যাচে গোকুলামকে হারালেও আই লিগে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইস্টবেঙ্গলকে।
কোঝিকোড়ে খেলা থাকায় শেষ ম্যাচটি ক্লাব লনে জায়ান্ট স্ক্রিনে দেখার সুযোগ ছিল লাল-হলুদ সমর্থকদের জন্য।
কোঝিকোড়ে আই লিগ রানার্স হওয়ার পর টিম হোটেলে সমর্থকদের মিষ্টি মুখ করান কোয়েস কর্তারা। সেখানে হাজির ছিলেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাকও।
আই লিগ রানার্স হলেও স্বপ্নভঙ্গের হতাশা কাটিয়ে রবিবার বিমান বন্দরে হাজির ছিলেন শয়ে শয়ে লাল-হলুদ সমর্থকরা।
মুখে স্লোগান, হাতে প্ল্যকার্ড। ফুটবলারদের স্বাগত জানাতে হাজির ইস্টবেঙ্গল সমর্থকরা।
সমর্থকদের মধ্যে দিয়ে বেরিয়ে এলেন ফুটবলাররা।
খেতাব জেতেনি তাও এমন ভাবেই রানার্স দলকে স্বাগত জানাল.. এমন দৃশ্য কবে দেখেছে কলকাতা!
তবে কি ময়দানি ফুটবল সংস্কৃতি বদলে গেল? ট্রফি না জিতলেও আর গালাগালি নয়, কলকাতা ফুটবলের সেই সংস্কৃতিটাই এবার বদলে গেল বীরবন্দনায়।