এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নীচে তৈরি হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ, দেখুন ছবিতে
জানুয়ারিতে শুরু হয়েছে এসপ্ল্যানেডের মেট্রো স্টেশনের নীচের ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম সুড়ঙ্গ তৈরির কাজ। এবার সেই কাজ শেষ করল টিবিএম tunnel Boring machine।
সুড়ঙ্গের ওপরের ছাদ থেকে প্রায় ১২ মিটার ওপরে ছিল বর্তমান মেট্রোর লাইন। এই সুড়ঙ্গের ওপর দিয়ে চলাচল করে দমদম কবি সুভাষ মেট্রো।
মেট্রোর আপ এবং ডাউন লাইনকে আড়াআড়ি ভাবে কেটেছে এই সুড়ঙ্গ।
প্রথম দফার কাজ শেষ। দ্বিতীয় দফার কাজও শেষের পথে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে তৃতীয় দফার কাজ।
এই সুড়ঙ্গ দিয়েই চলবে শেয়ালদহ ও হাওড়া ময়দানের মেট্রো।