`চোরাকারবারি বা পাচারকারীদেরও চিকিৎসার জন্য পাঠাচ্ছে!` নিম্ন আদালতের বিরুদ্ধে বিস্ফোরক কমান্ড হাসপাতাল
অর্ণবাংশু নিয়োগী: নিম্ন আদালতের বিরুদ্ধে হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ আনল কমান্ড হাসপাতাল।
শুধুমাত্র রাজনৈতিক নেতা বা মন্ত্রী নয়, মাঝে মাঝে চোরাকারবারি বা পাচারকারীদেরও চিকিৎসার জন্য কমান্ড হাসপাতালে পাঠাচ্ছে নিম্ন আদালত।
হাইকোর্টে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। যার জবাবে ইডির দাবি, কল্যাণী এইমসে চিকিৎসা করাতে আমাদের কোনও অসুবিধা নেই।
কিন্তু সমস্যা হচ্ছে সেটা এখান থেকে প্রায় ৩ ঘন্টার রাস্তা। যে প্রেক্ষিতে বিচারপতির স্পষ্ট মন্তব্য, সেনাবাহিনীর গুরুত্ব সবার আগে।
বিচারপতি আরও বলেছেন, ইডি এবং কমান্ড হাসপাতাল নিজেদের মধ্যে আলোচনা করলে কোনও সমাধানসূত্র বেরতে পারে।
আগামিকাল এই ইস্যুতে ফের শুনানি। প্রসঙ্গত, আলিপুর কমান্ড হাসপাতালে রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।