করোনা পরিস্থিতিতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত Garlic খান? বিপদ বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের
মা-ঠাকুমার টোটকা অনেকেই এখনও ব্যবহার করেন, এই যেমন সর্দি-কাশি হলে আদা মিশিয়ে চা খাওয়া।
সেরকমই অনেকে রুসুন তেল গরম ভাতে মেখে খান।
এবার ইমিউনিটি বাড়াতে অনেকেই করোনাকালে রসুন বেহিসেবি খেয়েছেন। কিন্তু এই রসুন খাওয়া কতটা শরীরের জন্য ক্ষতিকর তা কী জানেন!
ভাবছেন টোটকা হিসেবে ভাল কাজে দিয়েছে তাই খাবেন রসুন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, রসুন খেলে লিভারের ক্ষতি পর্যন্ত হতে পারে। তাই রসুন খাওয়য়ার আগে চিকিৎসকেদের পরামর্শ নিন।
Garlic সবার শরীরের জন্যই যে ভালো ফল নিয়ে আসবে তা নয়। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই পরিমাণমতো Garlic খান।
চিকিৎসকদের মতে, রসুনের কিছু কিছু গুণের জন্য শারীরিক সমস্যা বাড়িয়ে তুলতে পারে।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনের কোনও জুড়ি নেই। কাঁচা রসুন খেলে বা খুব বেশি রসুন খেলে কিন্তু শরীরের উপর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই অতিরিক্ত রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।