মোদীর ২০ লক্ষ কোটির ঘোষণাকেও ছাপিয়ে গেল নির্মলার হিসেব!
করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টাকা খরচ হবে বিভিন্ন ধরনের শিল্প, স্বাস্থ্য, মনরেগা সহ বিভিন্ন খাতে। বিরোধীরা নিশানা করেছিল, ওই প্যাকেজ আসলে ফাঁকা আওয়াজ ভেতরে কিছু নেই। তারই হিসেব দিল কেন্দ্র।
২০ লাখ কোটি টাকার প্যাকেজ বলা হলেও এর মোট অঙ্ক ২০,৯৭,০৫৩ কোটি টাকা। অর্থাত্ প্রায় ১ লাখ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে।
প্রথম ধাপে করোনা শুরু হতেই বরাদ্দ করা হয়েছিল, ১,৯২,৮০০ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য খাতে ১৫,০০০ কোটি, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ১,৭০,০০০ কোটি, ট্যাক্স ছাড়ের জন্য ক্ষতি ৭৮০০ কোটি।
দ্বিতীয় ধাপে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বরাদ্দ করা হয়, ৫,৯৪,৫৫০ কোটি টাকা।
তৃতীয় ধাপে অর্থমন্ত্রী ঘোষণা করেন ৩,১০,০০০ কোটি টাকার প্যাকেজ। এর মধ্যে কেসিসিকে অতিরিক্ত ঋণ দেওয়া হয় ২,০০০০০ কোটি।
চতুর্থ ধাপে অর্থমন্ত্রী ঘোষণা করেন ১,৫০,০০০ কোটির প্যাকেজ। এর মধ্যে কৃষি পরিকাঠামো খাতে দেওয়া হয় ১ লাখ কোটি টাকা।
পঞ্চম ধাপে ঘোষণা ৪৮,১০০ কোটি টাকা। সবটাই স্ট্রাকচারাল রিফর্মসের জন্য। এর মধ্যে একশো দিনের কাজে ৪০,০০০ কোটি টাকা। ভায়বিলিটি গ্যাপ ফান্ডিং ৮,১০০ কোটি, আরবিআইয়ের ৮,০১,৬০৩ কোটি।