মাদকে চূড়ান্ত আসক্ত রিয়া চক্রবর্তী? হোয়াটস অ্যাপের বিভিন্ন গ্রুপে নেশা নিয়ে কথা অভিনেত্রীর
মাদকের নেশায় চূড়ান্ত আসক্ত রিয়া চক্রবর্তী? সম্প্রতি এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ,জিজ্ঞাসাবাদের সময় রিয়াকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে
ইডির তদন্তে উঠে এসেছে, রিয়া চক্রবর্তী একটি নয়, হোয়াটস অ্যাপের একাধিক গ্রুপের সঙ্গে যুক্ত। ওইসব গ্রুপে মাদক নিয়ে বিভিন্ন ধরনের কথা হয় এবং তথ্য শেয়ার করা হয়
রাজস্থানের উদয়পুরে একটি বিয়ে বাড়িতে গিয়ে ঋষভ ঠাক্কর নামে এক ব্যক্তির সঙ্গে রিয়ার পরিচয় হয়। ঋষভের সঙ্গেও মাদক সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রিয়ার আলোচনা হয়েছে বলে ইডির হাতে উঠে আসে তথ্য। সেই কারণে মঙ্গলবার ঋষভ ঠক্করকে ডেকে টানা ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
এই ঋষভ ঠক্করের সঙ্গে কুণাল জানি নামে আরও ব্যক্তির অনবরত কথা হয় বলে হোয়াটস অ্যাপের চ্যাট থেকে প্রকাশ্যে আসে। এই কুণাল জানিকেও ৩১ অগাস্ট ডেকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদ করে
জানা যাচ্ছে, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রার একটি হোটেলের ডিরেক্টর পদে রয়েছেন কুণাল জানি।