গৃহবন্দি দশা থেকে মুক্তি পেতেই তহবিল তছরুপের অভিযোগ, ইডি-র জেরা ফারুককে

Mon, 19 Oct 2020-4:49 pm,

গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়ে আইনি ঝামেলায় পড়লেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিল তছরুপের অভিযোগে সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

সূত্রের খবর, ২০০২-২০১১ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৪৩.৬৯ কোটি টাকা দেয় বিসিসিআই। অভিযোগ, সেই টাকা রাজ্যের ক্রিকেটের উন্নয়ণে কাজ না লাগিয়ে তা সরিয়ে ফেলা হয়েছে। ওই সময়ে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন ফারুক।

এদিকে ইডি-র জেরাকে রাজ্নৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছেন ওমর আবদুল্লা।

ওমর আবদুল্লা টুইট করেছেন, ইডির জেরা  নিয়ে বিবৃতি দেবে ন্যাশন্যাল কন্ফারেন্স। রাজ্যের মর্যাদা ফেরাতে ন্যাশন্যাল কন্ফারেন্স ও পিডিপি জোট বাঁধার পরই ওই পদক্ষেপ নিল কেন্দ্র।

ফারুককে ইডির জেরা নিয়ে সরব হয়েছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতিও। তিনি বলেছেন, উপত্যকার প্রধান দলগুলি একজোট হওয়ার পরই কেন্দ্র ভয় পেয়েছে। তাই এসব করা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link