তবলিঘি জামাত আর্থিক তছরুপের তদন্তে ১৯ জায়গায় তল্লাশি চালালো ইডি

Wed, 19 Aug 2020-6:19 pm,

তবলিঘি জামাত আর্থিক তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর দেশের (ইডি) চারটি স্থান জুড়ে ১৯ টি জায়গায় অভিযান শুরু করেছে। দিল্লির ৭টি, মুম্বইয়ের ৫ টি, হায়দরাবাদে ৪ টি এবং কেরলে ৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছে।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে জামাত কর্তৃপক্ষের অর্থ ব্যয়ের পরিমাণ ও সূত্রের বিষয়ে তদন্ত করছে।

আর্থিক নয়ছয়ের তদন্তে আরও প্রমাণ সংগ্রহের জন্য দিল্লি-ভিত্তিক  তবলিঘি জামাতের প্রধান মৌলনা সাদের বাসভবনেও ইডি অভিযান চালাচ্ছে।

দিল্লি পুলিশ অপরাধ দমন শাখার প্রাথমিক তদন্তের রিপোর্টের(এফআইআর) ভিত্তিতে চলতি বছর এপ্রিলে তদন্ত শুরু করে। ২০০২ সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের (পিএমএলএ) আওতায় শুরু হয় তদন্ত। জামাত প্রধান মৌলানা মহম্মদ সাদ এবং আরও পাঁচ জনের বিরুদ্ধে লকডাউনের নিষেধাজ্ঞা অস্বীকার করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল।

ইডি বিশ্বজুড়ে জামাত প্রধান সাদের প্রাপ্ত অর্থের ও জামাতের অর্থের উত্স অনুসন্ধান করছে। এই তহবিলটি দিল্লির ধর্মীয় জামাত এবং বিশ্বের ২০টিরও বেশি দেশে জামাতের অনুসারীদের ভ্রমণের জন্য ব্যবহৃত হয়েছিল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link