একুশের সমাবেশে কর্মী আপ্যায়নে `ডিম-ভাত`-এ পেট ভরানোর সুবন্দোবস্ত তৃণমূলের
২১ জুলাই হোক বা ব্রিগেড। তৃণমূলের সমাবেশ মানেই দলীয় কর্মীদের জন্য 'ডিম-ভাত'-এর আয়োজন। এবারও তার অন্যথা হল না।
সল্টলেকের গীতাঞ্জলি স্টেডিয়ামে উত্তরবঙ্গ থেকে আসা হাজার হাজার কর্মী-সমর্থকদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
ইতিমধ্যেই মুর্শিদাবাদ ও মালদা থেকে আসা হাজার হাজার কর্মী, সমর্থক গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন।
সকালের জলখাবার থেকে দুপুরের 'ডিম-ভাত', কর্মী-সমর্থকদের আপ্যায়নে কোনও খামতি নেই। এক্কেবারে সুবন্দোবস্ত।
দূর-দূরান্ত থেকে আসা কর্মীদের জন্য শুধু যে 'ডিম-ভাত'-এর বন্দোবস্ত রয়েছে তা নয়, তরকারি ও ডাল-ভাতেরও ব্যবস্থা রয়েছে।
গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বাসে করে ২১ জুলাইয়ের মঞ্চে নিয়ে যাওয়া হবে কর্মী, সমর্থকদের। সামগ্রিক ব্যবস্থার তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ।