Egg Rice In 5 Rupee: খিদের পেটেয় ৫ টাকায় পেটপুরে ডিম-ভাত! সঙ্গে ডাল-তরকারিও
নিজস্ব প্রতিবেদন: এবার মাত্র ৫ টাকাতেই পেটপুরে ডিম-ভাত। সঙ্গে থাকছে ডাল, তরকারিও। কাঁথিতে শুরু হল মা ক্যান্টিন।
কাঁথি পুরসভার উদ্যোগে চালু হল এই মা ক্যান্টিন। যেখানে মাত্র ৫ টাকাতেই মিলবে ভাত, মুগের ডাল, কুমড়োর তরকারি ও ডিমের কারি। আজ কাঁথির ডরমেটরিতে আনুষ্ঠানিকভাবে মা ক্যান্টিনের উদ্বোধন করেন কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম হিরানি।
প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত খোলা থাকবে এই মা ক্যান্টিন। প্রত্যেকদিন ১৫০ জনের খাওয়ার ব্যবস্থা থাকছে মা ক্যান্টিনে।
উদ্বোধন করে কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, প্রতিদিন গ্রামগঞ্জ থেকে ডাক্তার দেখানো সহ বিভিন্ন কাজে বহু মানুষ কাঁথি শহরে আসেন। অনেকেই সকালে এসে দিন শেষে খালি পেটে ফিরে যেতেন।
তাঁদের জন্য এই ব্যবস্থা খুবই কার্যকর হবে। এছাড়াও কাঁথি শহরের বহু দুঃস্থ মানুষ আছেন, যাঁরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পান না। তাঁদের জন্যও মা ক্যান্টিন আজ থেকে সব দিনের জন্য খোলা থাকবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।