৪ হাজার বছরের পুরনো সমাধির খোঁজ মিলল মিশরে
চলতি বছরে মিশরে শেষ আবিষ্কারটি করে ফেললেন পুরাতত্ত্ববিদরা। এবার খোঁজ মিলল ৪ হাজার বছরের পুরনো পুরোহিতের সমাধির।
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারা পিরামিড কমপ্লেক্সে খোঁজ মেলে ওই সমাধির।
মিশরের পুরাতত্ত্ব মন্ত্রী খালেদ এল-এনানি বলেন, এ বছরের শেষে নয়া আবিষ্কার এটি। ব্যক্তিগত সমাধি বলেই অনুমান করা হচ্ছে।
মন্ত্রীর কথায়, ওই গুহার মধ্যে খোদিত ভাষ্কর্ষ, তার রং এখনও অটুট রয়েছে।
রাজা নেফরিকারে সময়ে উচ্চ বংশের পুরোহিত ছিলেন। পুরোহিতের সমাধির চারদিকে রাজা এবং তাঁর পরিবারের ছবি খোদাই করা রয়েছে।
রাজার পরিবারের সদস্য এবং পরিচারকদের মূর্তি রয়েছে ওই গুহায়।
সাক্কারায় ৬ হাজার বছর আগের একটি সমাধি আবিষ্কার করা হয় নভেম্বরে।
সাক্কারায় যে সব পিরামিড রয়েছে তার মধ্যে অন্যতম ৪৬০০ বছরের পুরনো জোসের পিরামিড। ২৩০ ফুট উচ্চতার এই পিরামিডকে মনে করা হয়, একটি পাথরে তৈরি পৃথিবীর প্রথম নিদর্শন এটি।