প্রকাশ্যে এল Royal Enfield এর নতুন কনসেপ্ট মোটরসাইকেল

Wed, 07 Nov 2018-3:20 pm,

সব জল্পনার শেষ করে নিজেদের নতুন ববার স্টাইল কনসেপ্ট মোটরসাইকেল লঞ্চ করে দিল রয়্যাল এনফিল্ড। মঙ্গলবার ইতালির মিলানে EICMA 2018-এ নতুন মোটরসাইকেলটি প্রকাশ্যে আসে। মোটরসাইকেলটি রয়্যাল এনফিল্ডের ঐতিহ্যবাহী রয়্যাল এনফিল্ড কে এক্স-এর অনুকরণে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আপাতত Royal Enfield Concept KX নামে ডাকা হচ্ছে একে। 

নতুন এই মোটরসাইকেলে রয়েছে ৮৩৮ সিসি V শেপড টুইন অয়েল কুলড ইঞ্জিন। রয়েছে বিশাল ১৯ ইঞ্চির চাকা। সিটের উচ্চতা ৭৪০ মিমি। 

সামনের চাকায় রয়েছে টুইন ডিস ব্রেক। পিছনে রয়েছে সিঙ্গল ডিস ব্রেক। রয়েছে এলইডি ডিআরএল ও হেডল্যাম্প। 

পুরনো মোটরসাইকেল থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হলেও এই মোটরসাইকেলে রয়েছে ভবিষ্যতমুখী যাবতীয় ফিচার। তবে কবে এই মোটরসাইকেলের উত্পাদন শুরু হবে তা নিয়ে মুখ খোলেনি সংস্থা। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link