Eid al-Fitr 2024: নাখোদা মসজিদে জমজমাট নামাজের আসর! হাজির তাপস রায় থেকে বিবেক গুপ্তা...
অয়ন ঘোষাল: কলকাতার যতগুলি জনপ্রিয় এবং জনবহুল স্থানে ঈদ উল ফিতর এর বিশেষ নমাজ পাঠের আয়োজন করা হয়।
তার মধ্যে মধ্য কলকাতার নাখোদা মসজিদ অন্যতম।
কলকাতা পুরসভার হেরিটেজ তকমা প্রাপ্ত শতাব্দী প্রাচীন এই মসজিদে আজ ঠিক সকাল ৬ টা ৩৫ মিনিটে ঈদ উল ফিতর এর বিশেষ নমাজ পাঠ হয়।
এরপর পারস্পরিক আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন মানুষ।
উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা।