Sandhya Mukhopadhyay Last Journey: প্রিয় শিল্পীকে শেষ দেখার আকুতি, গীতশ্রীর বিদায়ে `কাঁদল` আপামর তিলোত্তমা

Wed, 16 Feb 2022-6:42 pm,

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সন্ধ্যায় সংগীতপ্রেমীদের কাঁদিয়ে সুরলোকে পাড়ি দেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল তাঁর।

গীতশ্রীর শেষযাত্রায় সামিল হলেন অগনিত অনুরাগী। ভক্তের ঢল নামল রাস্তায়।

আট থেকে আশি সবাইকেই দেখা গেল সেই ভিড়ে। 

কেউ মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখলেন প্রিয় শিল্পীকে শেষ দেখার মুহূর্তটা।

কেউ আবার অশক্ত শরীরে রাস্তায় নামতে না পেরে, বারান্দার গ্রিল ধরে ভেজা চোখে বিদায় জানালেন গীতশ্রীকে।

কেউ বুকে গীতশ্রী সন্ধ্যা মুখার্জির ছবিতে মালা দিয়ে 'অমর রহে' পোস্টার ঝুলিয়ে পা মেলালেন শেষ যাত্রায়। 

কাউকে আবার দেখা গেল প্রিয় শিল্পীকে শেষ দেখা দেখতে ঠায় ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকতে। 

২৭ জানুয়ারি ফুসফুসে সংক্রমণ নিয়ে  SSKM-এ ভর্তি হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সঙ্গে শ্বাসকষ্ট। এরপর যখন করোনা সংক্রমণ ধরা পড়ে, তখন নবতিপর এই শিল্পীকে স্থানান্তরিত করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। 

কিছুদিনের মধ্যেও কোভিডমুক্তও হন। এমনকী, কোমরের ভাঙা হাড়ে অস্ত্রোপচারও হয়েছিল ১১ ফেব্রুয়ারি। কিন্তু সোমবার রাত থেকেই ফের শুরু হয় পেটে ব্যাথা, কমছিল রক্তচাপ। 

 

শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় মঙ্গলবার সকালে সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্থানান্তরিত করা হয়ছিল আইসিইউতে। কিন্তু শেষরক্ষা হল না। সন্ধে সাড়ে ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link