Chinsura Old Man: শরিকরা বিক্রি করে দিয়েছে সম্পত্তি, আদালতে সাক্ষ্য দিতে এলেন ১০৫ বছরের বৃদ্ধ

Tue, 06 Feb 2024-6:54 pm,

সম্পত্তি ভাগাভাগির মামলায় আদালতে এলেন অশীতিপর বৃদ্ধ। তাঁকে দেখে কিছুটা অবাকই বলেন বিচারক।

তথ্য ও ছবি-বিধান সরকার

মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতের দ্বিতীয় সিভিল জজের ঘরে সাক্ষ্য দিলেন ১০৫ বছরের বৃদ্ধ কালী কুমার বসু। ১৯১৯ সালের ১ জানুয়ারি কালীবাবুর জন্ম পোলবার মেরিয়া গ্রামে। তথ্য ও ছবি-বিধান সরকার

পেশায় রেলের অবসরপ্রাপ্ত কর্মী। একশো পার করেও বেশ শক্ত সমর্থ রয়েছেন কালী কুমার বসু। মামলার সাক্ষ্য দিতে নিজেই হাজির হলেন আদালতের কক্ষে। তথ্য ও ছবি-বিধান সরকার

আইনজীবী বিদ্যুত্ রায় চৌধুরী বলেন, ২০১৭ সাল থেকে কালীবাবুর সঙ্গে তাঁর শরিকদের একটি সম্পত্তি বিভাজন নিয়ে মামলা চলছিল। কালীবাবুর সম্মতি ছিল সেই সম্পত্তির কিছুটা অংশ বিক্রি করে দেন তাঁর শরিকরা। তথ্য ও ছবি-বিধান সরকার

 

আইন অনুয়ায়ী শরিকি সম্পত্তি বিক্রি করতে গেলে শরিকদের সম্মতি নিতে হয়। তা না হলে আদালতের নির্দেশে সেই সম্পত্তি ফেরতের ব্যবস্থা করা যায়। সেই মামলাই এতদিন ধরে চলছিল। মামলায় একজনের সাক্ষ্যগ্রহন বাকী ছিল। বয়সের কারণে তা হয়ে উঠছিল না। এদিন নাতির সাহায্য নিয়ে আদালত কক্ষে এসে হাজির হন কালী কুমার বাবু। তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আগামী ১৬ ফেব্রুয়ারি মামলার চূড়ান্ত রায়। তথ্য ও ছবি-বিধান সরকার

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link