হঠাত্ সামনে হাতির পাল, হর্ন বাজাতেই তেড়ে গেল বাসের দিকে, তারপর...
জাতীয় সড়ক অবরোধ করল বুনো হাতির পাল। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে গরুমারায়।
এদিন দুপুর ৩টে নাগাদ একদল বুনো হাতিকে রাস্তা পারাপার করতে দেখা যায়। হাতির পাল দেখেই রাস্তার দু'দিকে দাঁড়িয়ে যায় বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন।
অনেকেই গাড়ি থেকে নেমে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময়ই একটি যাত্রীবোঝাই বাস আচমকা গাড়ির হর্ন বাজিয়ে দেয়।
তাতেই বাঁধে বিপত্তি। বাসের দিকে তেড়ে যায় একটি হাতি। বিপদ বুঝে বাসটিও ব্যাকগিয়ার দিয়ে পিছতে শুরু করে।
এরপরেও খানিকক্ষণ রাস্তার উপর দাপাদাপি করে হাতিটি। পরে বনে ঢুকে যায় হাতির পালটি।