কলকাতা থেকে উদ্ধার কয়েক কোটি টাকার হাতির দাঁতের ভাস্কর্য, দেখলে চমকে যাবেন আপনিও!
প্রায় ৬০ কেজির হাতির দাঁত এবং দাঁতের তৈরি ভাস্কর্য উদ্ধার হল খোদ কলকাতা থেকে। যার আনুমানিক মূল্য প্রায় কয়েক কোটি টাকা।
গত সোমাবার সন্ধে নাগাদ এই প্রক্রিয়াকৃত, অর্ধপ্রকৃয়াকৃত ও কাঁচামাল উদ্ধার করে ডিআইআর। অভিযুক্তদের নাম সুধিশ চন্দ্র বাবু এবং আমিথা বাবু। সম্পর্কে তাঁরা বাবা এবং মেয়ে।
সূত্রের খবর, নেপালে পাচারের উদ্দেশ্যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁত। সাঁতরাগাছি স্টেশনের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধরা পড়ার পর এই সংক্রান্ত কোনও নথি তারা দেখা পারেনি, এরপরই ডিআরআই-এর তরফে যোগাযোগ করা হয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো। এরপর যৌথভাবে গ্রেফতার করা হয় অভিযুক্ত বাবা এবং মেয়েকে।
পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তি এবং তার মেয়ে কেরলের বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে।
২০১৫-তেও কেরলে একটি হাতির চোরা শিকারের ঘটনা ঘটে। মনে করা হচ্ছে ওই ঘটনার সঙ্গে যোগ রয়েছে এই পাচার কাণ্ডের।
কেরল বনদফতর জানিয়েছে অভিযুক্তদের হাতি চোরা শিকারের অভিযোগে বহুদিনই খুঁজছিল তারা।
হাওড়া সহ কলকাতার বেশ কয়েকটি জায়গা এবং কেরলেও তল্লাশি চালানো হচ্ছে।