লাইভ স্ট্রিমিংয়ে হাজারো দর্শককে সাক্ষী রেখে সন্তানের জন্ম দিলেন বিজনেস উওম্যান এমা
লাইভ স্ট্রিমিংয়ে প্রকাশ্যেই সন্তানের জন্ম দিলেন বিজনেস উওম্যান এমা আইজ্যাকস। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
অস্ট্রেলিয়ার একটি নামী সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও হলেন এমা। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
বাড়িতে ওয়াটার বার্থ পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেন এমা। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
এমা আইজ্যাকস চেয়েছিলেন, এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকুক অনেক মানুষ। আর সেকারণেই লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
লস অ্যঞ্জেলসে নিজের বাড়িতে নকল পুল তৈরি করে সন্তানের জন্ম দেন এমা। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
এমা আইজ্যাকসের সন্তান জন্ম দেওয়ার সময় সাক্ষী ছিলেন তাঁর অন্য সন্তানরা ও বাড়ির অন্যান্য সদস্যরা। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
এমা আইজ্য়াকস তাঁর ছেলের নাম রেখেছেন, লুইস ম্যাক। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
এমা চেয়েছিলেন তাঁর অন্য সন্তানরা এবার পরিবারের সদস্যরা যেন প্রথম তাঁর সন্তানের সঙ্গে পরিচিত হন। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
এমার কথায়, আমার আগের পাঁচ সন্তানের জন্ম বাড়িতেই হয়েছে। আমি চেয়েছিলাম, ষষ্ঠ সন্তানের জন্ম যেন বাড়িতে সকলের সামনেই হয়। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
এমার কথায়, তিনি একেবারেই এই প্রক্রিয়া নিয়ে ভীত ছিলেন না। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
লাইভ স্ট্রিমিংয়ের কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে সকলকে জানিয়ে দিয়েছিলেন এমা আইজ্যাকস। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)
৬ হাজারেরও বেশি দর্শক দেখেছেন এমার লাইভ স্ট্রিমিং। তাঁকে অভিবাদনও জানিয়েছে অনেকেই। (ছবি- ইনস্টাগ্রাম লাইভ)