সোপিয়ানে গুলির লড়াই, অপারেশনে পুলিস সিআরপিএফ ও রাষ্ট্রীয় রাইফেলস
নিজস্ব প্রতিবেদন:ফের সংঘর্ষ, জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার রেবান অঞ্চলে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে। সকাল থেকেই ১৭৮ ব্যাটেলিয়ন, সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ ভাবে জঙ্গিদের সঙ্গে লড়ছে।
জম্মু ও কাশ্মীরের জিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, একটি বিশ্বস্ত গোপন সূত্রে খবর মেলার পর সোপিয়ান পুলিস ও সেনার যৌথ দল রেবানে জঙ্গিদের সঙ্গে লড়ছে। গুলির লড়াই এখনও জারি রয়েছে।
তিনি এ-ও জানিয়েছেন, যখন নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, তখন জঙ্গিরা গুলি চালায়। তারপরই গুলির লড়াই শুরু হয় দুই পক্ষের মধ্যে। সূত্রের খবর এই এনকাউন্টার থেকে দুই থেকে তিনজন জঙ্গি হাতে আসার সম্ভাবনা রয়েছে।
কয়েক দিন ধরেই বেশ উত্তপ্ত উপত্যকা। হতাহতের খবর লেগেই রয়েছে। গতকাল এডিপোরা বোমাইয়ের কাছে ২৫ বছরের ডানিশ মনজুরকে গুলি করেছিল এক জঙ্গি। হাসপাতালে মারা গিয়েছে ডানিশ।
হিজবুল কমান্ডার নাইকু ও জইশ ই মহম্মদের "ফৌজি ভাইকে" খতম করে বড়সড় সাফল্য পেয়েছে সেনা। "ফৌজি ভাই" অরূপে "ফৌজি বাবু" জঙ্গি সংগঠনের জন্য বিস্ফোরক তৈরি করতো। লকডাউনের শুরু থেকেই জঙ্গি হানার একের পর এক খবর মিলছে কাশ্মীর থেকে। আজ সকাল ৮ টা থেকে ফের রেবানে শুরু হয়েছে আবারও এক এনকাউন্টার। পুলিস রেকর্ড অনুযায়ী বুধবার পর্যন্ত প্রায় ৭৫ জন জঙ্গি নিকেষ হয়েছে।