একদিনের আন্তর্জাতিকে সবথেকে বড় হার ইংল্যান্ডের

Wed, 24 Oct 2018-11:05 am,

আইসিসি তালিকায় এক নম্বরে থাকা ওয়ানডে দলের লজ্জাজনক হার। শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ড হারল ২১৯ রানে। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ একদিনের আন্তর্জাতিকে ২১৯ রানে হারল ইংল্যান্ড। ব্রিটিশদের ক্রিকেট ইতিহাসে এটাই তাঁদের সবথেকে বড় হার। কলম্বোতে ৩৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডার্ক ওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ২১৯ রানে হারল ব্রিটিশ দল।

২০০৫ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ১৬৫ রানে হেরেছিল ইংল্যান্ড। এতদিন সেটাই ছিল ব্রিটিশদের সব থেকে বড় হার।

১৯৯৪ সালে কিংসটাউনে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১৬৫ রানে হেরেছিল ইংল্যান্ড।

১৯৯৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬২ রানে হেরেছিল ব্রিটিশ দল।

২০০৮ সালে ভারতে সিরিজ খেলতে এসে রাজকোটে ভারতের কাছে ১৫৮ রানে হেরেছিল তাঁরা।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link