এজবাস্টনে বিরাট রেকর্ডের ছড়াছড়ি

Fri, 03 Aug 2018-9:46 am,

ইংল্যান্ডের এক হাজার তম টেস্টে বিরাট রেকর্ডের ছড়াছড়ি। শুধু ভারত অধিনায়কের শতরানই নয়, বার্মিংহামে নজির গড়ার তালিকায় নাম তুললেন দুই ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস এবং স্যাম কুরানও।

অধিনায়ক হিসেবে দ্রুততম ৭০০০ রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ছাপিয়ে গেলেন ব্রায়ান লারাকেও। লাল বলের ক্রিকেটে এতদিন পর্যন্ত দ্রুততম ৭০০০ রানের রেকর্ড ছিল কেবল ক্যারিবিয়ান কিংবদন্তীর। ১৬৪ ইনিংসে এই উচ্চতায় পৌঁছেছিলেন লারা। বিরাট সেখানে এলেন মাত্র ১২৪ ইনিংসেই।

অর্ধশতরানকে শতরানে রূপান্তরিত করার ক্ষেত্রেও নজির গড়লেন বিরাট কোহলি। শতকরা ৫৭.৮৯ ইনিংসে ৫০ রানের গণ্ডি পেরলেই বিরাটের  ইনিংস শতরানে পৌঁছেছে। এই ক্যারিশ্মায় বিরাটের আগে আছেন কেবল স্যার ডন ব্র্যাডম্যান।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরাট ৬ নম্বর অধিনায়ক, যিনি ১ রানের জন্য দেড়শো রান পেলেন না। 

অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে ভারতকে নেতৃত্ব দিতে গিয়ে প্রথম ইনিংসেই ৫০-এর উপর রানেরও বিরল নজির গড়লেন কোহলি। এজবাস্টনে অধিনায়ক বিরাট কোহলি ছুঁয়ে ফেললেন বিজয় হাজারে (৮৯, ১৯৫২), পতৌদি জুনিয়র (৬৪, ১৯৬৭), অজিত ওয়াদেকর (৮৫, ১৯৭১), মহম্মদ আজহারউদ্দিনকেও (১২১, ১৯৯০)।  

লর্ডসে গম্ভীর আর অভিনব মুকুন্দ-ই শেষ ওপেনিং জুটি, যারা ইংল্যান্ডে ৫০-এর ওপর রান করেছিল। সেটা ছিল ২০১১ সালে। দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর বৃহস্পতিবার ৫০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন বিজয়-শিখর। 

ইংলিশ ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টেই ৪ উইকেট নিলেন স্যাম কুরান। বয়স মাত্র ২০।

 টনি গ্রেগ, ইয়ান বোথাম, ফ্লিনটফ এবং স্টুয়ার্ট ব্রডের পর বেন স্টোকস ইংল্যান্ডের পঞ্চম ক্রিকেটার, যিনি ১০০ উইকেট-সহ টেস্ট ক্রিকেটে ২৫০০ রান করার নজির গড়লেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link