ইপিএফ নিয়ে বড়সড় ঘোষণা অর্থমন্ত্রীর, লাভবান হবে সংস্থা ও কর্মীরা
দেশের আর্থিক অবস্থার কথা চিন্তা করে ইপিএফের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর ফলে দেশের কয়েক লাখ ইপিএফ গ্রাহক সুবিধে পাবেন। এমনাই কয়েকটি ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
সরকারের সিদ্ধান্ত, এখন থেকে চাকরিদাতা সংস্থা ও সংস্থার কর্মীদের(যেখানে কর্মীসংখ্যা একশোর বেশি) তাদের ১২ শতাংশ ইপিএফের পরিবর্তে দিতে হবে ১০ শতাংশ। বাকি দেবে কেন্দ্র। এতে সরকারের খরচ হবে ২৫০০ কোটি টাকা। অর্থাত্ ইপিএফ ২ শতাংশ কম কাটা হবে। এই নিয়ম চলবে আগামী ৩ মাস।
দেশের যেসব ছোট সংস্থায় কর্মীসংখ্যা ১০০ কম ও ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫,০০০ এর কম তাদের আগামী ৩ মাস ইপিএফের টাকা মেটাবে সরকার। ৩.৬ লাখ সংস্থা উপকৃত হবে। খরচ হবে ২৫০০ কোটি টাকা। ৭২.২২ লাখ কর্মী এর সুবিধে পাবেন।
সরকারের ওই ঘোষণায় ইপিএফ গ্রাহকদের হাতে থাকবে ৯২৫০ কোটি টাকা।
সরকারের ওই ঘোষণায় উপকৃত হবে ৬.৫ লাখ সংস্থা ও ৪.৩ কোটি ইপিএফ গ্রাহক। ফলে মাসের শেষে সামান্য হলেও একটু বেশি মাইনে পাবেন কর্মীরা।
কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে ইপিএফের হার অপরিবর্তিতই থাকবে।