EPFO Interest: পিএফ অ্যাকাউন্টে বড় সুখবর! দীপাবলির আগেই ৮.৫ শতাংশ হারে সুদ

Mon, 06 Sep 2021-12:57 pm,

নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুম দোরগোড়ায়। তার আগেই বড় সুখবর। দীপাবলির (Diwali) আগেই পিএফ অ্যাকাউন্টে (PF Account) ৮.৫ শতাংশ হারে মিলতে পারে সুদ। ২০২০-২১ অর্থবর্ষের সুদ (Interest) দেওয়ার পরিকল্পনা নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO।

যার ফলে সরকারি কর্মচারীদের ও অবসরপ্রাপ্ত কর্মীদেরও মহার্ঘ্য ভাতা (DA hike) বাড়বে অনেকটাই। শুধু তাই নয়, লকডাউনে যারা কাজ হারিয়েছিলেন সেই সমস্ত কর্মীদেরও অনেকটা আর্থিক সুরাহা হবে এর ফলে।

 

সূত্রের খবর, ইতিমধ্যেই সুদের হার নির্ধারিত করে ফেলেছে ইপিএফওর সেন্ট্রাল বোর্ড। আধিকারিকরা জানিয়েছেন, অর্থমন্ত্রকের অনুমোদন পেলেই পরিকল্পনা কার্যকর করা হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রকের সিদ্ধান্ত ইতিবাচক হবে বলেই আশাবাদী ইপিএফও সংগঠনের একাংশ। 

উল্লেখ্য, করোনাকালে বহু গ্রাহক পিএফ অ্যাকাউন্ট থেকে জরুরি ভিত্তিতে টাকা তুলে নিয়েছেন। যদিও তার কোন বড়সড় প্রভাব পড়েনি সংগঠনে। বিগত অর্থবর্ষে প্রায় ৭০ হাজার ৩০০ কোটি টাকা আয় করেছে ইপিএফও। 

গত মার্চ মাসেই ৮.৫ শতাংশ সুদের হার দেওয়ার কথা ঘোষণা করা হয়। আর এবার অর্থমন্ত্রকের সবুজ সংকেত মিললেই তা পুজোর মরসুমেই কার্যকর হয়ে যাবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link