EPFO New Update: পিএফ অ্যাকাউন্টে ৭ লাখ টাকা পর্যন্ত সুবিধা, কীভাবে মিলবে? জানুন

Sun, 22 Aug 2021-10:13 am,

নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের জুন মাসেই ইপিএফ অ্যাকাউন্টে (EPFO Account) বিমার অঙ্ক বাড়ানো হয়েছে। এবার থেকে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স স্কিমের (EDLI) আওতায় কর্মচারীরা ৭ লক্ষ টাকা পর্যন্ত বিমার (Insurance) সুবিধা পাবেন। উল্লেখ্য, ইপিএফ স্কিমে নথিভুক্ত সকল কর্মচারীদের (Employees) জন্যই এই বিমা করা বাধ্যতামূলক। 

EDLI স্কিমের আওতায় এবার থেকে পরিবারকে আনতে কর্মচারীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO। টুইটে সংস্থা জানায়, পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইপিএফও সদস্যদের ই-নমিনেশন ডিজিটালি পূরণ করতে হবে। এ বিষয়ে বিশদে ধাপগুলিও বর্ণনা করেছে ইপিএফও। 

উল্লেখ্য, ইপিএফ অ্যাকাউন্টের গ্রাহকের অসুস্থতা বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে   EDLI স্কিমের আওতায় মনোনীত ব্যক্তি ৭ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন। ইপিএফ ব্যবস্থার সঙ্গে যুক্ত যেকোনও সংস্থার কর্মচারীরাই EDLI স্কীমের সুবিধা পাবেন। 

১) EPFO এর অফিসিয়াল ওয়েবসাইট www.epfindia.gov.in এ যেতে হবে।

২) For Employees সেকশনে গিয়ে Services অপশনে যেতে হবে। 

৩) নতুন পেজ খুললে  'Member UAN/Online Service'  অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর e-SEWA পোর্টালে UAN Number and password দিয়ে লগ-ইন করতে হবে। 

৫) 'Manage' অপশনে গিয়ে ড্রপডাউন মেনু থেকে  e-Nomination সিলেক্ট করতে হবে। 

৬) YES অপশনে ক্লিক করে Add Family Details করে Nomination Details এ মনোনীত ব্যক্তির নাম নথিভুক্ত করতে হবে।

৭) এরপর Save EPF Nomination করে E-Sign এ ক্লিক করতে হবে। এরপর ফোনে আসা OTP দিলেই e-Nominee যোগের প্রক্রিয়া শেষ হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link