`বিপজ্জনক বাড়ি খালি করে অনত্র চলে যান`, ঝড়ের আগে মাইকিং কলকাতা পুলিসের
কলকাতার যে সব জায়গায় দুর্যোগে ক্ষতি হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই সেসব জায়গায় ব্যবস্থা নেওয়া শুরু করেছে কলকাতা পুলিস।
আপফানের প্রভাব পড়বে কলকাতাতেও। প্রস্তুত কলকাতা পুলিস।
কলকাতায় যে পুরনোবাড়িগুলির ভগ্ন দশা সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা টিমও।
আমফান সতর্কতায় শহরের সব থানার ওসি ও ডিসিদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন কলকাতা পুলিস কমিশনার।
দুপুর ১২টা থেকে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক শুরু হয়।