পারদ নামলেও এখনই শীত ঢুকছে না রাজ্যে, অপেক্ষা আর কতদিনের?
২৪ ঘণ্টায় ২ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার তাপমাত্রা ১৬.৬। কাল ছিল ১৮.৬। তবে এখনই জাঁকিয়ে শীত নয়।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। সেটি তৈরি হতে আরও ২৪ ঘণ্টা সময় লাগবে।
এর গতি প্রকৃতি বলে দেবে, উত্তর ভারতের শীতল হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশে কোনও বাধা আসবে কিনা।
যদি বাধা না আসে, তাহলে কাল ও পরশু সর্বনিম্ন তাপমাত্রা আরও নামবে। তবে কোনওভাবেই এই সপ্তাহের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামবে না।
তাই শীতের আমেজ বা আবহ তৈরি হলেও, জাঁকিয়ে শীতের জন্য কলকাতা ও রাজ্যবাসীকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।