Rabindranath Tagore Jayanti 2024: জানেন কি? রবীন্দ্রনাথ করেছেন মডেলিং, লিখেছেন বিজ্ঞাপনের গান...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। কবি, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক, ছোটগল্পকার, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার ও দার্শনিক ছাড়াও তিনি ছিলেন বিভিন্ন বিজ্ঞাপনের একজন মডেল। এমনকি কখনও ব্যক্তিগত অনুরোধ, কখনও বা অর্থের জন্য হরেক রকম পণ্য এবং প্রতিষ্ঠানের জন্য জিঙ্গেল লিখেছেন রবি ঠাকুর।
উনিশ শতকে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলতে গেলে, কবিগুরুর সময় তাঁর চেয়ে বড় তারকা কেউ ছিলেন না। বিজ্ঞাপনের ছবির জন্য পোজ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমনকি নানা পণ্য ও সেবার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন কবিগুরু। শুধু তাই নয়, অনেকের অনুরোধে একের পর এক বিজ্ঞাপনের জিঙ্গেলও লিখেছিলেন তিনি। ১৮৮৯ সাল থেকে ১৯৪১ সালের মধ্যে প্রায় নব্বইটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জানা গিয়েছে, অনেকেরই দাবি যে বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহই ছিল তাঁর বিজ্ঞাপন জগতে আসার কারণ। তবে এইসব বিজ্ঞাপন থেকে কবিগুরু কত পারিশ্রমিক পেতেন, সেই তথ্য জানা যায়নি।
বোর্ন ভিটা হেলথ ড্রিঙ্ক পাউডারের নাম আমরা এখনও শুনতে পাই। তবে এর সঙ্গে জড়িয়ে ছিলেন রবীন্দ্রনাথও। বিজ্ঞাপনে কবির স্বহস্তে লেখা চিঠিতে দেখা যাচ্ছে তিনি লিখেছেন, "বোর্ন-ভিটা সেবনে উপকার পাইয়াছি।" এই বিজ্ঞাপণের জন্য কবিগুরু মডেল হিসাবে কাজ করেছিলেন।
‘কুন্তলীন’ তেলের বিজ্ঞাপন সেই সময় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। এই ‘কুন্তলীন’ তেলের বিজ্ঞাপনের মূল কেন্দ্রই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৩৩ এর ৬ আগস্ট 'দ্য অ্যাডভান্স' পত্রিকায় ছাপা হয়। এর প্রচারে রবীন্দ্রনাথ একটি জিঙ্গলও লিখেছিলেন- “কেশে মাখ ‘কুন্তলীন’/রুমালেতে ‘দেলখোস’ /পানে খাও ‘তাম্বুলীন’/ ধন্য হোক্ এইচ বোস।’ উপরের বিজ্ঞাপনটি সেই 'কুন্তলীন' কেশ-তেলের (Old Bengali ADs)। বিজ্ঞাপনটিতে জুড়ে দেওয়া হয়েছিল কনজিউমার হিসাবে বিশ্বকবির নাম আর প্রশংসাবাক্যও, "কবীন্দ্র রবীন্দ্রনাথ বলিয়াছেন :- কুন্তলীন ব্যবহার করিয়া এক মাসের মধ্যে নূতন কেশ হইয়াছে।"
উনিশ শতকের সময় ডট পেন, জেল পেন ছিল না। ছিল ঝর্না কালি। বিদেশি কোম্পানির পেনের সঙ্গে পাল্লা দিতে জোরকদমে প্রতিযোগিতায় নেমেছিল বাংলার নিজস্ব ‘সুলেখা' ঝর্না কালি। সুলেখা কালির জন্য সেসময় এই বিখ্যাত বিজ্ঞাপনটি লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
স্বদেশীদের দ্বারা প্রস্তুতকৃত ‘গোদরেজ’ সাবানের এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয় ইংরেজি দৈনিক দ্য অ্যাডভান্স- এ। এই বিজ্ঞাপনটিতে কবিগুরু মডেল ছিলেন।
স্বদেশি বিজ্ঞাপনের পাশাপাশি 'কে এল এম রয়াল ডাচ' এয়ারলাইন্সের জন্য এই বিজ্ঞাপনটি লিখেছিলেন রবীন্দ্রনাথ। রয়াল ডাচ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সেই বিজ্ঞাপন 'গুরুদেবের বিমান যাত্রা' শিরোনামে বিশ্বভারতী পত্রিকায় প্রকাশও করে।