প্রত্যেক বিজেপি কর্মীকে ১০০ টাকা করে করোনা ত্রাণে দিতে হবে : রাহুল
অঞ্জন রায় : প্রত্যেক বিজেপি কর্মীকে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ১০০ টাকা করে দান করতে হবে।
শুধু তিনি একা নন, তাঁকে আরও ১০ জনের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেককেই ১০০ টাকা করে দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
তিনি বলেন, একজন বিজেপি কর্মীকে নিজে সহ ১১ জনের টাকা করোনা ত্রাণ তহবিলে পাঠানো নিশ্চিত করতে হবে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই নির্দেশ দিয়েছেন।
রাহুল বলেন, করোনার কারণে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ৯ লাখ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দেশবাসীর খাদ্য, ওষুধ, অত্যাবশ্যকীয় পণ্য, চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসাকেন্দ্র সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিন রাহুল সিনহাকে দেখা যায় অসহায় দুঃস্থ মানুষদের হাতে খাবার তুলে দিতে। ঘরে রান্না করা খাবার গরিব-দুঃস্থদের হাতে তুলে দেন তিনি।