শুরু হল নেহার বিয়ের অনুষ্ঠান, দেখুন জনপ্রিয় অভিনেত্রী সঙ্গীতের মুহূর্ত
শুরু হল নেহা পেন্ডসের বিয়ের অনুষ্ঠান। বন্ধু শার্দুল ব্যাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার আগে প্রকাশ্যে এল নেহার সঙ্গীতের ছবি। যেখানে শার্দুলের সঙ্গে হাসি মুখে ছবি শেয়ার করেন নেহা
ফ্লোরাল আউটফিটে নেহা যখন শার্দুলের হাত ধরে অনুষ্ঠানে হাজির হন, সেই সময় বার বার ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। হাত মেহন্দিতে রাঙিয়ে, শার্দুলের সঙ্গে হাসি মুখে হাজির হন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী
মে আই কাম ইন ম্যাডাম-এর অভিনেত্রী নেহার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা শুরু হয়। কিন্তু প্রথমে বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। পরে শার্দুলের সঙ্গে ছবি শেয়ার করে, সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন নেহা
নেহার সঙ্গে শার্দুলের ছবি প্রকাশ্যে আসার, পর অভিনেত্রীর বন্ধুকে অনেকে ট্রোল করতে শুরু করেন। শার্দুল ব্যাসের ওজন নিয়েই একের পর এক কটাক্ষ করা হয়। যদিও শার্দুলকে আক্রমণের পর তার যোগ্য জবাব দিতে শুরু নেহা পেন্ডসে
শার্দুলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার আগে, গ্রহ পুজো দিয়ে শুরু হয় নেহার বিয়ের অনুষ্ঠানের প্রথম পর্ব। সেই ছবি প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এরপর নেহার শার্দুলের ঠোঁটে ঠোঁট মিশিয়ে নতুন বছরকে স্বাগত জানান। সেই ছবি নিয়েও অনেকে অনেকরকম মন্তব্য করতে শুরু করেন। যদিও কোনও কিছুই গায়ে মাখেননি নেহা পেন্ডসে