আমেরিকার ক্রিকেট দলের ক্যাপ্টেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রাক্তন তারকা সৌরভ
আমেরিকার ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রাক্তন তারকা সৌরভ নেত্রাভালকর। মুম্বইয়ের এই ২৭ বছর বয়সী মিডিয়াম পেসার আমেরিকায় আইটি সেক্টরে চাকরি করেন। (ছবি- সৌরভ নেত্রাভালকরের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)
জীবনের একটা গোটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো ব্যাপার। একটা সময় পড়াশোনার জন্য ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন সৌরভ। কিন্তু বেশিদিন প্রিয় খেলা ছেড়ে থাকতে পারেননি। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার ফাঁকে ক্রিকেট চালিয়ে যান তিনি। (ছবি- সৌরভ নেত্রাভালকরের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)
২০১০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নেওয়া ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন সৌরভ। একটা সময় ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের আহমেদ শাজাদকে আউট করেছিলেন। (ছবি- সৌরভ নেত্রাভালকরের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)
২০১৩ সালে মুম্বইয়ের হয়ে রনজিতে একমাত্র ম্যাচ খেলেন তিনি। কর্নাটকের বিরুদ্ধে সেই ম্যাচে সৌরভ তিন উইকেট পেয়েছিলেন। (ছবি- সৌরভ নেত্রাভালকরের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)
মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই ক্রিকেটে ফিরেন সৌরভ। পড়াশোনা শেষে মার্কিন যুক্তরাষ্ট্রেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে এক কোম্পানি কর্মজীবন শুরু করেন। (ছবি- সৌরভ নেত্রাভালকরের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)
সৌরভ বলছিলেন, ''সাধারণত শুক্রবার রাতে আমি ও কয়েকজন বন্ধু মিলে লস এঞ্জেলসে রওনা হতাম। তার পর শনি ও রবিবার ওখানে ৫০ ওভারের ম্যাচ খেলতাম। ট্রেনিং করেছি ওখানেই। সোমবার থেকে আবার অফিস থাকত।'' (ছবি- সৌরভ নেত্রাভালকরের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)
আমেরিকার ক্রিকেট দল পরের সপ্তাহে ওমানের উদ্দেশে রওনা হবে। সেখানে তারা আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ (ডিভিশন থ্রি) খেলবে। এটি মূলত ২০২৩ বিশ্বকাপের কোয়ালিফায়ার। (ছবি- সৌরভ নেত্রাভালকরের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)