প্রয়াত প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের শেষযাত্রা
বুধবার সিটু এবং সিপিএমের সদর দফতর ঘুরে বর্ধমানে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানেই হবে শেষকৃত্য।
সোমবার এবং মঙ্গলবার মরদেহ রাখা হবে পিস হাভেনে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
দলীয় সূত্রে খবর, সোমবার হাসপাতাল থেকে প্রথমে মরদেহ নিরুপমবাবুর সল্টলেকের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
বাম সরকারের শেষ শিল্পমন্ত্রী নিরুপম সেনের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের প্রয়াণে শোকাহত। পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা।"
দীর্ঘ লড়াই শেষ। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।