Executive Lounge in Howrah Station: হাওড়া স্টেশনে চালু হল ঝাঁ চকচকে এক্সিকিউটিভ লাউঞ্জ ও ফুড কোর্ট
হাওড়া স্টেশনে যাত্রীদের আপ্যায়ণের জন্য খুলে গেল নতুন এক্সিকিউটিভ লাউঞ্জ ও ফুড কোর্ট।
-তথ্য ও ছবি-দেবব্রত ঘোষ
শুক্রবার বিকেলে এটির উদ্বোধন করেন হাওড়া ডিভিশনের ডিআরএম মনীশ জৈন।
-তথ্য ও ছবি-দেবব্রত ঘোষ
স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অত্যাধুনিক এই লাউঞ্জে থাকছে যাত্রীদের বিশ্রাম নেবার জন্য থাকার বিশেষ ব্যবস্থা। ডি আর এম জানান, রেলের জায়গায় টেন্ডার ডেকে একটি বেসরকারি সংস্থাকে এই লাউঞ্জ তৈরি ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
-তথ্য ও ছবি-দেবব্রত ঘোষ
সংস্থার অন্যতম ডিরেক্টর তমাল চক্রবর্তী জানান ৫০ টাকা প্রবেশমূল্য দিতে যাত্রীরা এখানে প্রবেশ করতে পারবেন।
-তথ্য ও ছবি-দেবব্রত ঘোষ
যাত্রীদের বিশ্রাম নেবার জন্য ডাবল বেড ও ডরমেটরি থাকছে। থাকছে বসার বিশেষ ব্যবস্থা। এছাড়া বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে লাউঞ্জে। দাম নাগালের মধ্যেই।
-তথ্য ও ছবি-দেবব্রত ঘোষ