কলকাতায় প্রথমবার মহিলা স্থিরচিত্রশিল্পীদের ছবির প্রদর্শনী, চলছে একাডেমিতে
বিদেশে এ ধরনের প্রদর্শনী আকছার হয়। তবে কলকাতায় এই প্রথম। তথ্য ও ছবি: শ্রাবন্তী সাহা।
১২ জন মহিলা স্থিরচিত্রশিল্পীদের (ফোটোগ্রাফার) বিভিন্ন ছবি (ফোটোগ্রাফি) নিয়ে বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসে। তথ্য ও ছবি: শ্রাবন্তী সাহা।
প্রদর্শনীর কোনও ছবি সাদা কালো রঙে আলো ছায়ার গল্প বলছে, কোনওটা বা গ্যাজেট সঙ্গী করে শৈশব থেকে কৈশরে একা হয়ে যাওয়ার গল্প বলে। তথ্য ও ছবি: শ্রাবন্তী সাহা।
এই প্রদর্শনীর আয়োজক চিত্রগ্রাহক ঝুমা দত্ত জানান, গোটা প্রদর্শনীতে মেয়েদের প্রাণের নানা গল্প বারবার ধরা পড়েছে। তাঁ বিশ্বাস, এই ছবিগুলি মেয়েদের অনুপ্রাণিত করবেই। তথ্য ও ছবি: শ্রাবন্তী সাহা।
একাডেমি অফ ফাইন আর্টসে এই প্রদর্শনী চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। তথ্য ও ছবি: শ্রাবন্তী সাহা।