মহা EXIT POLL 2019: উত্তরপ্রদেশে গেরুয়া দুর্গ অক্ষত, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
৮০ আসনের উত্তর প্রদেশ। ওই রাজ্যে ২০১৪ সালে গেরুয়া ঝড়ে কার্যত সাফ হয়ে গিয়েছিল বিরোধীরা। ৭৩টি আসন জিতেছিল বিজেপি। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি পৃথকভাবে লড়ে পেয়েছিল ৫টি আসন। কংগ্রেসের দখলে ছিল ২টি আসন।
সেই উত্তরপ্রদেশে এবার কী হয় সেদিকেই তাকিয়েছিল গোটা দেশ। কারণ, বিজেপিকে হারাতে সেখানে মহাজোট তৈরি করেছে সপা-বসপা। কংগ্রেসও ভালো ফলের আশায় ময়দানে নামিয়েছিল প্রিয়ঙ্কা গান্ধীকে।
উত্তর প্রদেশের বুথ ফেরত সমীক্ষা অবশ্য অন্য ইঙ্গিত দিচ্ছে। সেখানে আসন কমলেও খুব একটা ধাক্কা খাবে না বিজেপি। REPUBLIC TV C VOTER-এর সমীক্ষা যেমন বলছে ওই রাজ্যে বিজেপি পেতে পারে ৩৮টি আসন। মহাজোট পেতে পারে ৪০টি আসন। কংগ্রেসের দখলে থাকবে দু’টি আসন।
TIMES NOW VMR-এর অবশ্য দাবি, উত্তর প্রদেশে বিজেপি এবার পাবে ৫৬টি আসন। মহাজোট পাবে ২০টি আসন। ২টি আসন পাবে কংগ্রেস। অনান্যরা পেতে পারে ২টি আসন।
NEWS18 IPSOS-এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে ৬০-৬২টি আসন দেওয়া হয়েছে। কংগ্রেস ১-২টি আসন পেতে পারে। মহাজোট পেতে পারে ১৭-১৯টি আসন।
INDIA TODAY AXIS POLL-এর বুথ ফেরত সমীক্ষায় ৬২-৬৮ আসন বিজেপি পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। কংগ্রেস ১-২টি আসন পেতে পারে। মহাজোট পেতে পারে ১০-১৬টি আসন। অন্যান্যদের দখলে ০-৯টি আসন জেতে পারে।
নিয়েলসনের সমীক্ষায় আবার মহাজোটকে এগিয়ে রাখা হয়েছে। তাদের হিসেবে ৪৫টি আসন পেতে পারে সপা-বসপার মহাজোট। বিজেপি পেতে পারে ৩৩টি আসন। কংগ্রেস পেতে পারে ২টি আসন।