মহা EXIT POLL 2019: বাংলায় গেরুয়া ঝড়ে তৃণমূলের শক্তি কমার ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Sun, 19 May 2019-9:54 pm,

বুথ ফেরত সমীক্ষায় ফের মোদী ঝড়ের ইঙ্গিত মিলেছে গোটা দেশজুড়ে। বাংলাতেও তাঁর আঁচ পড়ার সম্ভাবনা রয়েছে। বুথ ফেরত সমীক্ষায় বাংলাতেও বিজেপির আসন সংখ্যা ১৫-র আশপাশে পৌঁছানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।

পাঁচটি বুথ ফেরত সমীক্ষার গড় যদি করা যায়, তাহলে দেখা যাচ্ছে বাংলায় তৃণমূল পেতে পারে ২৪টি আসন। বিজেপি পেতে পারে ১৭টি আসন। কংগ্রেসের দখলে যেতে পারে একটিমাত্র আসন। সিপিএম কোনও আসন পাবে না বলেই বুথ সমীক্ষার গড় করলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

২০১৪ সালে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে অধিকাংশ আসন গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে। তারা পেয়েছিল ৩৪টি আসন। বেশ কয়েক বছর বাংলায় খাতা খুলেছিল বিজেপি। তাদের দখলে গিয়েছিল ২টি আসন। এছাড়া কংগ্রেসের দখলে চারটি আসন ছিল। সিপিএম পেয়েছিল ২টি আসন।

TODAYS CHANAKYA-এর বুথ ফেরত সমীক্ষাতেও বাংলায় বিজেপির আসন বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের হিসেবে বিজেপি পেতে পারে ১৮টি আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৩টি আসন। কংগ্রেসের দখলে যেতে পারে ১টি আসন। তবে তারা এর সঙ্গে একটি সম্ভাবনাও জুড়েছেন। তারা বলছে, তৃণমূল ও বিজেপির ক্ষেত্রে আসন সংখ্যা ৮টি কম-বেশি হতে পারে। কংগ্রেসের ক্ষেত্রে সেটা ১টি কম-বেশি হতে পারে।

INDIA TODAY AXIS POLL-এর বুথ ফেরত সমীক্ষাতেও বাংলায় বিজেপির আসন বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের হিসেবে বিজেপি পেতে পারে ১৯-২৩টি আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৯-২২টি আসন। কংগ্রেসের দখলে যেতে পারে ০-১টি আসন।

নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষাতেও বাংলায় বিজেপিকে আরও অনেক বেশি আসন দেওয়া হয়েছে। তাদের হিসেবে বাংলায় বিজেপি ১৬টি আসন পেতে পারে। তারা বলছে, তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে ২৪টি আসন। ২টি আসন পেতে পারে কংগ্রেস। নিয়েলসন সিপিএমকে কোনও আসন দিচ্ছে না।

REPUBLIC TV-CVOTER এর বুথ ফেরত সমীক্ষাতেও বাংলায় বিজেপির আসন বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের হিসেবেও বাংলায় বিজেপি ১১টি আসন পেতে পারে। তারা বলছে, তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে ২৯টি আসন। ২টি আসন পেতে পারে কংগ্রেস। সি ভোটার সিপিএমকে কোনও আসন দিচ্ছে না।

TIMES NOW-VMR এর বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলায় বিজেপি বাড়ছে। তারা পেতে পারে ১৫টি আসন। তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে ২৫টি আসন। ২টি আসন পেতে পারে কংগ্রেস।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link