মাসের শুরুতে ফের মহার্ঘ Petrol-Diesel, সস্তা হল রান্নার গ্যাস, কলকাতায় কত?

Tue, 01 Jun 2021-3:23 pm,

নিজস্ব প্রতিবেদন: দফায় দফায় বাড়ছে পেট্রোপণ্যের দাম। এহেন সময় মানুষ আশঙ্কায় রয়েছে, এই হয়ত পেট্রোলিয়াম সংস্থার তরফে জানান হবে রান্নার গ্যাসের দামও বাড়ল কয়েক গুণ।

কিন্তু মাসের শুরুতে সরকারি তেল সংস্থাগুলি এলপিজি গ্রাহকদের (LPG Gas Cylinder) জন্য স্বস্তির খবর শোনাল। পয়লা জুন থেকে কমানো হল রান্নার গ্যাসের দাম ৷ তবে এই ঘোষণায় মধ্যবিত্তের মুখে এখনই হাসি ফুটবে না। 

কারণ   IOC এর তরফে ১৯ কিলোগ্রামের কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price Today) কমানো হয়েছে ৷ তবে সুখের খবর এটাই যে অগ্নিমূল্যের বাজারে বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও বদল করা হয়নি ৷  

১ জুন ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ১২২ টাকা কমিয়ে ১৪৭৩.৫০ টাকা করা হয়েছে  দিল্লিতে। কলকাতায় ১৬৬৭.৫০ টাকা থেকে কমে ১৫৪৪.৫ টাকা হয়েছে ৷ 

প্রসঙ্গত, আজ নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম ৷ একাধিক শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ টানা ১৭ দিন দাম বাড়ল পেট্রোল ডিজেলের। পেট্রোলের দাম লিটারপ্রতি ২৭ পয়সা এবং ডিজেলের দাম ২৩ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

 কলকাতায়-পেট্রোল দাম যাচ্ছে ৯৪.৫০ টাকা, ডিজেল দাম ৮৮.২৩ টাকা। মধ্যপ্রদেশ, রাজস্থান, মুম্বই শহরে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পার করেছে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link