করোনায় আক্রান্ত হওয়ার পর Toothbrush বদলের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদন: করোনায় ত্রস্ত্র গোটা দেশ। প্রতিদিনই বাড়ছে সক্রিয় সক্রিয় রোগীর সংখ্যা মৃতের সংখ্যা। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে গোটা পরিস্থিতি। মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য পরিস্থিতি। ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। তাই টুথ ব্রাস নিয়ে বিশেষ সতর্ক করলেন বিশেষজ্ঞরা।
তাঁদের মতে, করোনা মুক্ত হওয়ার পর প্রথমেই বদলে ফেলুন আপনার দাঁত মাজার ব্রাশটি। কোভিড সেরে যাওয়ার পর এটাই আপনার প্রথম কাজ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এই পরামর্শ পালন করলে দ্বিতীয়বার করোনা আক্রান্ত থেকে রক্ষা পাবেন আপনি। এমনকি পরিবারের বাকি সদস্যদেরও সুরক্ষিত রাখা যাবে। করোনা আক্রান্ত হওয়ার সময় যে ব্রাশ আপনি ব্যবহার করবেন। তা বাড়ি থেকেই দূর করে দিন।
বিএমসি ওয়াল হেলথ জার্নালে উল্লেখ করা রয়েছে, কারণ মুখের ভিতর যাবতীয় ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক অনেক ক্ষেত্রেই লেগে থাকে ব্রাশের মধ্যে। যার ফলে দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে অন্য রোগ হওয়ারও সম্ভাবনা থাকতে পারে।
শুধু করোনা নয়, অন্যকোনও অসুখ হওয়ার পরও ব্রাশ বদলের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ আছে বিএমসি ওয়াল হেলথ জার্নালে। এমনকি ২০ দিন পর পর ব্রাশ বদলের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
রোজ মাউথ ওয়াশ ব্যবহার ও দিনে ২ বার ব্রাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ডাক্তারের পরামর্শেই মাউথ ওয়াশ ব্যবহার করা উচিত।