Purulia Mini Zoo: তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি, বন্যপ্রাণদের দেওয়া হচ্ছে ওআরএস, ভল্লুক খাচ্ছে লাল তরমুজ

Sun, 21 Apr 2024-8:11 pm,

তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি। পুরুলিয়া শহরের উপকন্ঠে কংসাবতী উত্তর বন বিভাগের সুরুলিয়া মিনি চাড়িয়াখানার বন্যপ্রাণদের সবল ও সুস্থ রাখতে একাধিক পদক্ষেপ নিল বন দফতর। -তথ্য ও ছবি-মনোরঞ্জন মিশ্র

 

প্রাণীদের সুস্থ রাখতে বদল করা হয়েছে ডায়েট চার্ট। প্রাণীরা সাধারণভাবে যে খাবার খায় তার থেকে ৫০-৭০ শতাংশ কম খাবার দেওয়া হচ্ছে। সেইসঙ্গে খাবার জলে থাকছে ওআরএস ও গ্লুকোজ। -তথ্য ও ছবি-মনোরঞ্জন মিশ্র

 

হরিণকে বেশি করে খাওয়ানো হচ্ছে শসা, কচি পাতা। ভল্লুককে দেওয়া হচ্ছে লাল তরমুজ। খাবারের তালিকায় রাখা হয়েছে এমনসব খাবার যেখানে জলের পরিমাণ বেশি রয়েছে। বন্যপ্রাণদের জলকেলির জন্য তৈরি করা হচ্ছে ওয়ালপুল।  মাথার উপরে রাখা হয়েছে সবুজ আচ্ছাদন, রং বাহারি ছাতা। -তথ্য ও ছবি-মনোরঞ্জন মিশ্র

সম্বর, চিতল, হরিণের জন্য তৈরি করা হয়েছে ওয়ালপুল। হরিণ যাতে খাঁচার মধ্যে এই প্রবল তাপেও বিচরণ করতে পারে তার জন্য মাথার উপরে দেওয়া হচ্ছে অ্যাগ্রো নেট।  একইভাবে ফিশিং ক্যাট, হায়নার মতো বন্যপ্রাণীরা যাতে খাঁচার মধ্যে এই রোদেও ঘোরাফেরা করতে পারে তাই আমব্রেলা শেডে শীতল রাখা হয়েছে । এছাড়া আগে থেকেই সম্বর ও চিতল হরিণের জন্য মাথার উপর খড়ের আচ্ছাদন তৈরি করা হয়েছে। সঙ্গে আছে একটি স্থায়ী আচ্ছাদন এবং সবুজ রঙের অ্যাডবেস্টার্স। -তথ্য ও ছবি-মনোরঞ্জন মিশ্র

চৌবাচ্চায় সব সময় ঠান্ডা জল রাখা হচ্ছে যাতে হরিণের দল তৃষ্ণা নিবারণ করতে পারে। বাঁদর ও পাখিদের মত প্রাণীকে স্প্রিংল্কারে স্নান করানোর ব্যবস্থা করা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে । -তথ্য ও ছবি-মনোরঞ্জন মিশ্র

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link