আপনার পোস্টে কত জন লাইক করল, হয়তো আর দেখা যাবে না ফেসবুকে!
ফেসবুকে লাইকের ক্ষিদে যেন দিন দিন মাত্রা ছাড়াচ্ছে, এমন অভিযোগ নতুন নয়। আরও বেশি লাইকের আশায় কাণ্ডজ্ঞানহীন নানা কাজ করছেন কেউ কেউ। অনেকে লাইক না পেয়ে ডুবে যাচ্ছে হতাশার গভীরে।
এই অসুস্থ প্রতিযোগিতার সমাপনে লাইক কাউন্ট ফিচারটিই সম্ভবত তুলে দিতে চলেছে ফেসবুক।
এফবি পোস্টের লাইকের সংখ্যা নিয়ে এই প্রতিযোগিতার দিন বোধহয় ফুরতে চলেছে। কারণ, কোনও পোস্টে কতজন লাইক করল, সেই সংখ্যা দেখানো সম্ভবত বন্ধ করতে চলেছে ফেসবুক!
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত পরীক্ষামূলক ভাবে পোস্টের লাইকের সংখ্যা ‘হাইড’ করা শুরু করছে তারা। তবে সেই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ কলেবরে চালু করা হয়নি।
ইতিমধ্যেই বিশ্বের ৬টি দেশে পোস্টে লাইকের সংখ্যা ‘হাইড’ করেছে ইনস্টাগ্রাম। এ বার সেই পথে হেঁটে পোস্টের লাইকের সংখ্যা ‘হাইড’ করার কথা ভাবছে ফেসবুক কর্তৃপক্ষ।
কানাডা, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মো মাস থেকেই পোস্টে লাইকের সংখ্যা ‘হাইড’ করেছে ইনস্টাগ্রাম।