দেবীকে ভয় পেয়ে পুজো করি, বাড়ির `হোম মিনিস্টার` প্রসঙ্গে ববি

Sat, 08 Dec 2018-10:35 pm,

জি ২৪ ঘণ্টার ফেস অফে এবারের অতিথি ববি হাকিম। পারিবারিক বিবাদের জেরে মেয়রের পদ থেকে ইস্তফা দিতে হয়েছে শোভন চট্টোপাধ্যায়। তাঁর জায়গায় মহানগরের নতুন মেয়র ফিরহাদ হাকিম। একটা দিকে যখন নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন প্রাক্তন মেয়র, তখন নতুন মেয়রের শপথগ্রহণের অনুষ্ঠানে দেখা গেল তাঁর স্ত্রী ও মেয়েদের। এটা কি জেনেবুঝেই করেছেন? ফেস অফে জি ২৪ ঘণ্টার এডিটর অনির্বাণ চৌধুরীর প্রশ্নে কী জবাব দিলেন কলকাতার মেয়র?  

ফিরহাদ হাকিম বলেন,''স্ত্রী ও মেয়েরা আমার অংশ। দু'বার মন্ত্রিসভার শপথ নিয়েছি। তাঁরা সঙ্গে গিয়েছে''। একইসঙ্গে ফিরহাদ হাকিম ফাঁস করলেন গণনাকেন্দ্রে কোনওবারই যান না তিনি। জয়-পরাজয়ের খবর দিয়েছেন স্ত্রী।   

ফিরহাদ হাকিমের কথায়,''৬টা নির্বাচন জিতেছি। গণনাকেন্দ্রে আমি কোনওদিন যাইনি। পরে শংসাপত্র নেওয়া জন্য গিয়েছি। আমার স্ত্রী ও মেয়েরা গিয়েছে। যখন লাঞ্ছিত হয়েছি, তখন পরিবার পাশে ছিল। সব আনন্দেও তাঁরা আমার পাশে আছে''।   

 

নিন্দুকরা বলে থাকেন, বাড়ির হোম মিনিস্টারকে ভয় পান ফিরহাদ হাকিম? এহেন প্রশ্নের মুখে মুচকি হাসি মেয়রের। 

এমন ভয়ঙ্কর গুগলি সামলাতে আদিশক্তির আশ্রয় নিলেন মেয়র। ফিরহাদ হাকিম বলেন,''আমরা যারা বাঙালি দুর্গাপুজো করি, কালীপুজো করি, সরস্বতী পুজো, তাই দেবীকে পুজো করি। দেবীকে ভয় পেয়েই দেবীকে পুজো করি''।   

ছোট্ট নাতনিকে আদর না করে যে থাকতে পারেন না, তাও জানালেন দাদু। ফিরহাদ হাকিম বলেন, ''সারাদিন কোলে নিতে না পারলে আফশোষ হয়। গতকাল রাতে বাড়ি পৌঁছলাম যখন, তখন ঘুমিয়ে পড়েছে। সকালে আসার সময়ে ঘুম থেকে ওঠেনি।''। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link