টানা ব্যর্থতায় বিরক্ত! ভক্তদের অবাক করে Test থেকে অবসর Faf du Plessis-র
South Africa-র অন্যতম সেরা অধিনায়ক ও ব্যাটসম্যান Faf du Plessis টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন। ভক্তদের অবাক করে বুধবার তিনি অবসর ঘোষণা করেছেন।
সম্প্রতি পাকিস্তান সফরে তিনি টানা ব্যর্থ। পাকিস্তানের কাছে টেস্ট সিরিজও হেরেছে দক্ষিণ আফ্রিকা। তার পর থেকেই ফাফের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল। গত এক বছর ধরেই সমালোচনা সামলাচ্ছিলেন ফাফ।
চলতি মাসের শেষেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলতে নামার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। তবে Covid-19 পরিস্থিতির জন্য সেই সিরিজ পিছিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তাই ডুপ্লেসি কার্যত তাড়াহুড়ো করেই অবসর ঘোষণা করলেন।
ডুপ্লেসি এদিন বলেছেন, ''আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেই অবসর নিতে চেয়েছিলাম। তা হলে আমার কাছে একটা বৃত্ত সম্পূর্ণ হত। তবে নিজেকে বোঝালাম, সব সময় শেষটা প্রত্যাশিত নাও হতে পারে! তাই অবসরের সিদ্ধান্ত নিলাম।''
৬৯টি টেস্টে ৪১৬৩ রান করেছেন ফাফ। গড় ৪০.০৩। টেস্ট কেরিয়ারে সেঞ্চুরি করেছেন ১০টি। ২১টি হাফ-সেঞ্চুরি।