``আমাদের অন্ধকারে ব্যাটিং করিয়েছে``, ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ডুপ্লেসির
ভারতের কাছে টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে হার। তার পর আর মাথার ঠিক নেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসির। এবার তিনি ভারতের বিরুদ্ধে হাস্যকর একখানা অভিযোগ করলেন।
ডুপ্লেসি এর আগে টেস্টে টস তুলে দেওয়ার কথা বলেছিলেন। এবার তিনি বলছেন, বিরাট কোহলির দল নাকি তাঁদের অন্ধকারে ব্যাটিং করিয়েছে। তাই তাঁরা ভাল ব্যাটিং পারফরম্যান্স করতে পারেননি।
ডুপ্লেসি বলেছেন, ''তিনটি টেস্টের প্রতিটায় ভারতীয় দল প্রথমে ব্যাট করে ৫০০-র বেশি রান করত। তার পর সন্ধ্যে নামার আগে ডিক্লেয়ার করত। এর পর আমরা অন্ধকারে ব্যাটিং করতে নামতাম। শুরুতেই দু-তিনটে উইকেট পড়ে যেত। ফলে পরের দিন আমরা চাপে পড়ে যেতাম।''
ডুপ্লেসির এমন মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি চলছে। অনেকই বলছেন, দক্ষিণ আফ্রিকার মতো দলের অধিনায়ক হয়ে তিনি এমন অজুহাত কী করে দিলেন!
প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয় টেস্টে প্রক্সি ক্যাপ্টেন হিসাবে তেম্বা বাভুমাক পাঠিয়েছিলেন ডুপ্লেসি। তাঁর এমন কুসংস্কারাচ্ছন্নতা নিয়েও হাসাহাসি হয়েছিল। যদিও বাভুমাও টসে জিততে পারেননি।